কম্বল মশারি নিয়ে গেল হাতি

টিনের বেড়া ভেঙে খাবার না পেয়ে মশারি কম্বল টেনে  নিয়ে  চলে গেল হাতি। তবে  এ জিনিস তার কাজে লাগবে না ভেবে কিছু দূরে ফেলে দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকে। এছাড়া হাতি আরেকটি  বাড়িতে জানালা দিয়ে শুঁড় ঢুকিয়ে ধানের বস্তা বের করে নেয়। তারপর একটি ঘর ও রান্নাঘর ভেঙে দেয়।  এখানে হাতির হামলায় ক্ষয়ক্ষতি হলেও  দাবি জানিয়ে ক্ষতিপূরণ পাওয়া যায় নি।