এইবারের নির্বাচনে সব থেকে জনপ্রিয় ক্যাচলাইন হলো খেলা হবে খেলা হবে । এক সংক্রমণ বিশেষজ্ঞ গতকাল বলেন “খেলা তো শুরু শুরু হয়ে গিয়েছে তবে এইবার খেলছে করোনা ,ফলাফল যে কি মারাত্বক হবে তা কেউ চিন্তাই করতে পারছেন না “। গতকাল নববর্ষে এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৭৬৯ জন ,গত বছর ২০২০ সালে এই দিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১৩২ জন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...