করোনার জন্য মাথায় হাত

ID:38170624

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :লক ডাউনের  জন্য দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।  ফলে বহু মানুষ কাজ হারিয়েছেন। কোপ  পড়েছে দুর্গাপূজাতেও। আর বেশিদিন বাকি নেই। মৃৎশিল্পীদের  মাথায় হাত। কোনো বায়না  আসছে না। জলপাইগুড়ির অনেক জায়গাতেই অসম কোচবিহার থেকে এইসময় পুজোর বিভিন্ন কাজের জন্য লোক আসে। এবার তাদের দেখা নেই। ফলে সেসব কাজও শিল্পীরা নিজেরাই করবেন খরচ কমাতে। মৃৎশিল্পীরা জানাচ্ছেন অল্প খরচে ছোট প্রতিমা তৈরি করবেন। তারা সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।