করোনার ঢেউ আটকাতে মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তৈরি করলো জোড়া টাস্ক ফোর্স

গতকাল রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য ,জোড়া টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার ।
মুখ্য সচিবের নেতৃত্বে মূল টাস্ক ফোর্সের পাশাপাশি স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত হয়েছে দ্বিতীয় টাস্ক ফোর্স ।দ্বিতীয় টাস্ক ফোর্সের কাজ হবেমূল টাস্ক ফোর্স কে সাহায্য করা । জেলা প্রশাসন কে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন অক্সিজেন ও করোনা সজ্জার ব্যাপারে রাজ্য কে রিপোর্টদিতে হবে এবং জোর দেওয়া হয়েছে মৃতদেহ সৎকারের উপরেও ।