করোনার দাপট কমাতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন ডিজিট্যাল প্রচার সভার

শনিবার  কুম্ভ মেলা  প্রতীকী অর্থে পালনের ডাক দেন প্রধানমন্ত্রী  আর সেইদিন  আসানসোলে  দলীয় জনসভাতে  বক্তব্য রাখতে গিয়ে বলেন এমন ভিড় জীবতদশা  তে দেখিনি ।রাতে  স্বাস্থ্য কর্তাদের  সাথে  বৈঠক করতে গিয়ে বলেন  করোনার প্রথম ঢেউ  য়ের  মত  দ্বিতীয় ঢেউ কেও  সাফল্যের মত  সামলাতে  হবে ।এই অবস্থায়  বিজেপি দল  সিদ্ধান্ত নিয়েছে  বড় ম্যাপের  সভা  বন্ধ রাখার জোর দিয়েছে  ডিজিট্যাল  প্রচারে কোনো সভাতে ৫০০ বেশি লোক রাখা চলবে না ।