করোনার ভয়াবহ সংক্রমণ থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে তৈরি করা হলো ১৫০ টি অস্থিয়ী সজ্জার হাসপাতাল

গতকাল রাজ্যে করোনার  দ্বিতীয় ঢেউ সামলাতে  কিশোর ভারতী স্টেডিয়ামে চালু করা হলো অস্থায়ী ১৫০ টি সজ্জা বিশিষ্ট করোনা হাসপাতাল । গতকাল গিয়ে দেখা যায় স্টেডিয়াম চত্বরে অক্সিজেনের অভাব মেটাতে মজুদ করা হচ্ছে বহুল পরিমানে অক্সিজেন সিলিন্ডার এবং টেকনিশিয়ান রা  ব্যস্ত অক্সিজেনের সাপ্লাই ঠিক করার কাজে । গতকাল  এই  হাসপাতালের  উদ্বোধন করেছে রাজ্য সরকার ।