কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সব রাজ্য সরকার কে চিঠি দিয়ে জানানো হয়েছে যে দিল্লি সরকার কে অনুসরণ করে সব রাজ্যই যেন দোল -হোলি ,শবেবরাত ,বিহু ,ইস্টার ও ঈদ উপলক্ষে প্রকাশ্যে জনসমাগমের উপরে যেন নিয়ন্ত্রণ জারিকরে রাজ্য সরকার ।বিশেষজ্ঞ দের মতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেসে দেশের বিভিন্ন প্রান্তে ।পাঁচ রাজ্যে ভোটেরপরে সংক্রমণ যে অনেকটাই বাড়বে সেই নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...