করোনা মোকাবিলা প্রশাসন হাতে নিলো কিছু বেসরকারি হাসপাতাল কেও

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  করোনা  মোকাবিলা  নবান্ন  থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও জেলা  হাসপাতাল ও মেডিকেল  কলেজ  গুলির অধ্যক্ষ দের  সাথে বৈঠক করার সময়  মুখ্যমন্ত্রী নির্দেশ দেন  যে করোনা  মোকাবিলা  জেলাস্তরে  পরিকাঠামো  তৈরির ক্ষেত্রে  এইবার সাময়িক ভাবে  বেসরকারি  হাসপাতাল গুলির দায়িত্ব  প্রশাসকদের  নিতে বললেন  ও। ঐখানে  করোনা  আক্রান্তদের জন্য আইসোলেশন  তৈরী  হবে তবে  খেয়াল রাখতে  হবে ওই স্থানগুলি যেন  ঘনজনবসতি থেকে দূরে থাকতে হবে ।