নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নিম্নচাপের জেরে সারাদিন জোরালো বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর ,ঝাড়গ্রাম ,বাঁকুড়া এবং পুরুলিয়া তে । প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা জুড়ে রাতে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায় আজ শুক্রবার ও গাঙ্গেয় পচিম বঙ্গের বিভিন্ন জেলা তে বৃষ্টির সম্ভাবনা আছে,নিম্নচাপ টি স্থল ভূমিতে ঢুকেছে এবং ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে সরে যাচ্ছে ।