কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  কলকাতা তে ব্রিটেনের  রানী  ভিক্টোরিয়ার স্মৃতি  তে তৈরী সৌধ আগাগোড়া  স্বেত পাথরের তৈরী  এটি   বর্তমানে জাতীয় প্রদর্শনী শালা  অথবা  জাদুঘর  এবং  কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ   পর্যটক কেন্দ্র । স্যার  উইলিয়াম  এমারসন  বেলফাস্ট  সিটি  হলের স্থাপত্য  শৈলীর  আদলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্মৃতি সৌধের নকশা  প্রস্তুত  করেন । এই সৌধটি  তৈরী করেছিলেন  কলকাতার  মার্টিন এন্ড  কোম্পানি ,ভিক্টোরিয়া  স্মৃতি সৌধের  উত্তরে অবস্থিত কুইন্স  ওয়ে ,ডানসিং  ফাউন্টেন  এবং বিস্তির্ণ  ব্রিগেড  প্যারেড  ময়দান ,দক্ষিণে আচার্য্য জগদীশ  বোস  রোড এবং পিজি  হাসপাতাল ,পূর্বে  অবস্থিত  সেন্ট পলস  ক্যাথেড্রাল ,বিড়লা  তারামণ্ডল ,একাডেমি  অফ  ফাইন  আর্টস  এবং  রবীন্দ্র সদান  এবং পশ্চিমে অবস্থিত  কলকাতার  বিখ্যাত রেস কোর্স  ময়দান ।