গতকাল দক্ষিণেশ্বরে প্রিপেড ট্যাক্সি বুথের উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার । দক্ষিণেশ্বরের বালি সেতু তে ওঠার পাশেই তৈরি হয়েছে প্রিপেইড ট্যাক্সি বুথ টি । প্রগেসিভ ট্যাক্সি উনিয়নের ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে । তার পাশেই তৈরি নববর্ষের দিন চালু হবে দক্ষিনেশ্বর থানা ,ওই দিন চালু হবে নাগেরবাজার -কামারহাটি -জেটিয়া থানা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...