কলকাতার মান বাড়াতে চালু হলো দক্ষিনেশ্বরে প্রিপেইড বুথ

গতকাল দক্ষিণেশ্বরে প্রিপেড ট্যাক্সি বুথের উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার । দক্ষিণেশ্বরের বালি সেতু তে ওঠার পাশেই তৈরি হয়েছে প্রিপেইড ট্যাক্সি বুথ টি । প্রগেসিভ ট্যাক্সি উনিয়নের ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে । তার পাশেই তৈরি নববর্ষের দিন চালু হবে দক্ষিনেশ্বর থানা ,ওই দিন চালু হবে নাগেরবাজার -কামারহাটি -জেটিয়া থানা ।