কলকাতার ১৬ নম্বর বোরোতে করোনা সংক্রমণ বৃদ্ধি চিন্তায় রাখছে চিকিৎসকদের

কলকাতা পুরসভার ১৬ নম্বর বড়ো অন্তর্গত আইআই এম য়ে হটাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতে চিন্তায় রয়েছেন পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিক রা ।তারা সকল কে মাস্ক পড়ার পাশাপাশি করোনা প্রতিষেধক নেয়ার কথাবলেন ।কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন “দয়া করে সকলে মাস্ক পড়ুন মাস্ক শুধু করোনা নয় অন্যান্য রোগ ও প্রতিরোধ করে “।