কলকাতা তে মেডিকা হাসপাতালে চালু হলো রাজ্যের প্রথম প্লাজমা ব্যাঙ্ক

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :  করোনা মহামারী রুখতে  প্লাজমা  থেরাপি অতন্য  গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । করোনা ভাইরাসের সঙ্গে  লড়াই  করে  সুস্থ্য  হয়ে ওঠা  ব্যক্তির এন্টিবডি সমৃদ্ধি দেহ রস সংগ্রহ করে তা অসুস্থ্য করোনা রোগীর দেহে  প্রয়োগ করার চিকিৎসা পদ্ধতি  সাফল্যের মুখ দেখেছে এই দেশে এবং রাজ্যে ।করোনা রুগীদের মধ্যে বাড়ছে প্লাজমার চাহিদা ,সূত্রের খবর এই চাহিদা মেটাতেই  বাইপাসের ধারে  অবস্থিত মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল আগামী  সোমবার থেকেই চালু করে দিচ্ছে তাদের প্লাজমা  ব্যাঙ্ক ।