কলকাতা পুলিশের প্রস্তুতি ভাঙ্গর বিধানসভা নিয়ে

লাল বাজার সূত্রের খবর আগামী ১লা জুন যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনস্থ ভাঙ্গর বিধানসভার ভোট টি সুস্থ্য ভাবে করানোই কলকাতা পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ । গত জানুয়ারী মাস থেকেই ৮ টি থানা প্রস্তুতি শুরু করেছে ,জনসংযোগের পাশাপাশি দাগি দুষ্কৃতীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বুথ ভিত্তিক দুষ্কৃতীদের চিন্নিত করে তাদের উপর চলছে করা নজর দারি ভাঙ্গরে আছে ৪৫০ টি বুথ । যাদবপুর লোকসভা কেন্দ্রের বুথ আছে ২৮৪ টি ।