লালবাজার তার প্রতিটি থানা কে আজকে বিদ্যুৎ পরিষেবা বিকল হয়ে গেলে তা মেরামতির জন্য সিইএস সির
যে ওভারহেড ও ওয়ান্ডারগ্রউন্ড কর্মীরা কাজে নামবেন তাদের একটি তালিকা তৈরি করে আজকের মধ্যে শহরের ডিভিশনাল ডিসি দের কাছেপাঠিয়ে দিতে বলা হয়েছে । আমপানের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে গত বৃহস্পতিবার ট্রাফিক গার্ডগুলির সাথে বৈঠক করে পুরোনোও জড়াজীর্ণ বাড়ির গুলির নামের তালিকা তৈরি করতে বলেন ।