কলকাতা তে দ্বিতীয় করোনা ঢেউয়ের সংক্রমণে তটস্থ কলকাতা হাই কোর্ট ।গতকাল হাই কোর্টের রেজিস্টার জেনারেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন ,আগামী শুক্রবার থেকে সব শুনানি হবে ভার্চুয়াল মোড অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ।পরবর্তী নির্দেশিকা জারি করা অব্দি এই ব্যবস্থা চালু থাকবে ।আন্দামান এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ক্ষেত্রেও এই নির্দেশ জারি থাকবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...