খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের মৌলনা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজ্যের বহু ইনজি নিয়ারিং কলেজের শূন্য আসন ভরাতে এক উদোগ নিলেন। বিদেশী পড়ুয়াদের আনতে উদ্যোগী হল এই বিশ্ববিদ্যালয় । এর উপাচার্য্য বলেন ” অনলাইন ও ক্লাসরুম দুই ভাবেই ক্লাস করতে পারেন পড়ুয়ারা”। অনুষ্ঠানে জার্মানী , চীন, ফ্রান্স, শ্রীলঙ্কা সহ বেশ কিছু দেশের কনসাল জেনারেল রা উপস্থিত ছিলেন।