খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কাটিহার ডিভিশনের বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হল।ফলে জলপাইগুড়ির রাণীনগর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চলবে। এতদিন চলত নিউজলপাইগুড়ি পর্যন্ত। রবিবার এই কাজ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। .ফলে আর কোন সমস্যা হবে না বলে আশা করা যায়। তিনি ও তার আধিকারিকেরা নিউ জলপাইগুড়ি থেকে রাণীনগর পর্যন্ত ২৮ কিঃ মিঃ রাস্তা পরীক্ষা করেন ও ইলেকট্রিক লোকো চালিয়েও দেখা হয় সঙ্গে সঙ্গে তারা সমস্ত কিছু নোট করেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...