কাঠ সহ পাচার গাড়ি ধৃত

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পাচার হওয়ার সময় সেগুন কাঠের গুঁড়ি উদ্ধার হয়েছে ।বনদপ্তর , এস এস বি জওয়ান ,বীরপাড়া থানার পুলিশ একসংগে অভিযান চালায় উদ্ধার হওয়া কাঠের দাম প্রায় দেড় লক্ষ টাকা। গাড়িসহ কাঠ পুলিশে আটক করে। রাতে বন থেকে  কাঠ কেটে  সকালে পাচার করা হয়। পাচার চক্র খুব শক্তিশালী।  তাই স্থানীয়রাও প্রতিবাদ করতে ভরসা পান না। .রেঞ্জ অফিসার জানান যৌথ অভিযান চলছে  এবং সাফল্যও আসছে।