খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২২সেপ্টেম্বর২০২৪ বিরাটি-কোলকাতার এনজিও “সোশ্যাল টাচ্ অ্যান্ড রিফর্ম” ও কোলকাতার “শ্রীভূমি জিজ্ঞিসা”র যৌথ উদ্যোগে বারাসত(উত্তর ২৪-পরগণা) দেবীপুরে অবস্থিত ‘কামাক্ষ্যা বালক আশ্রম’এ ৭৪জন সম্বলহীন ছাত্রী-ছাত্রীদের এবং সন্নিহিত ‘রামকৃষ্ণ সেবাশ্রম’এ সহায়হীন হিসেবে বসবাসরত বৃদ্ধ-বৃদ্ধাদের শারদীয়া পুজোর প্রাক্কালে নতুন বস্ত্র প্রদান করা হয়। দুটি বস্ত্রদান অনুষ্ঠানের প্রতিটিই উপস্থিত সকলের মনের আলোতে উজ্জ্বল হয়ে দানকারী ও গ্রহীতাদের মাঝের বিভেদরেখা মুছে দিয়েছিল। অনুষ্ঠানদুটি ঐদিন সকাল ১১:৩০ থেকে দুপুর ২:৩০ অব্দি চলে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...