কারখানায় আগুন

মঙ্গলবার দুপুরে বেলা সাড়ে ১১ টা  নাগাদ মহেশতলার ময়নাগড়ে একটি স্যানিটাইজার কারখানায় আগুন লাগে। কিছুক্ষনের মধ্যেই তা বিশাল আকার ধারণ করে এবং পাশের আরো দুটি কারখানায় ছড়িয়ে পড়ে । এর মধ্যে একটি নারকেল তেলের কারখানা। আগুনের  তাপে  এই কারখানাটির  ছাদ ভেঙে পড়ে । বিকাল সাড়ে পাঁচটার সময় আগুন আয়ত্তে আসে। আগুন নেভাতে রোবট ব্যবহার করা হয়।