কার্গিল বিজয় দিবস

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   আগামী ২৬ সে জুলাই  কার্গিল  বিজয়  দিবসের  ২০ তম  বছর অনুষ্ঠিত  হবে । ১৯৯৯ সালের এই দিনটি  ভারত  পাকিস্তান বাহিনী কে  কার্গিল সেক্টরে  পরাজিত  করেছিল । আজ  মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে কার্গিল বিজয়  দিবস উদজ্ঞাপন  চলবে  ২৬ সে  জুলাই  সমাপ্তি  দিবস পর্যন্ত অনুষ্ঠান ।  কার্গিল  যুদ্ধে  ভারতের সাফল্যের  পিছনে  আছে ৫০০ জন বীর  জোয়ানের মাতৃভূমির প্রতি  জীবন দান ।