কার্জন পার্কে পরিষ্কার করা হচ্ছে ভাষা দিবসের বেদি

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :আজ  ভাষা  দিবস  উপলক্ষে  কলকাতা মেতে  উঠেছে  সেই ঢাকার ২১ সে  ফেব্রুয়ারী  মাতৃভাষা  দিবস  উপলক্ষে শহীদদের স্মরণে । ময়দানে মাতৃ  ভাষা দিবস উপলক্ষে  গতকাল সাফসুত্র  করা হচ্ছিলো  ভাষা শহীদ  স্মারক  বেদি ।বর্তমানে  সারা ভারত  জুড়ে প্রায় ১০ কোটি বাঙালি  কিন্তু  মাতৃ ভাষা  নিয়ে  তারা কতটা  সচেতন  অথবা  মাতৃভাষার  উপর তাদের মানসিকতা  নিয়ে প্রশ্ন  রয়েই  গিয়েছে । তবে  গুগুল এবং আরো একটি  সংস্থার  যৌথ  ভাবে করা   তিন বছর  আগের একটি সমীক্ষা  তে দেখা যায়  সারা ভারত  জুড়ে প্রাদেশিক ভাষার  মানুষের  নেট  ব্যবহারের সংখ্যা ক্রমশ  বেড়েই  চলেছে ।