গত মঙ্গলবার কালীঘাটের কাকুকে এসএস কে এম থেকে ইএস আই নিয়ে যাওয়ার তোর জোর শুরু হয়েছে ।কোর্টের নির্দেশে রাজ্যপুলিশ এবং কোর্টের নিরাপত্তা বাহিনীর বলয়ের মধ্যে দিয়েই তিনি পৌঁছে যাবেন ই এস আই হাসপাতালে ,পরীক্ষা -নিরীক্ষার জন্য ।জানা যাচ্ছে ইএসআইয়ের মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা তে সন্তুষ্ট হলেই ফরেন্সিক বিশেষজ্ঞ দের সামনে তার গলার স্বরের নমুনা নেয়া হবে ।জানা যাচ্ছে সুজয়ের কৃষ্ণের সঙ্গে প্রভাবশালী এবং অন্যান্যদের কথোপকথনের যোগ সূত্র বার করতেই এই পরীক্ষা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...