খবর ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার এই ক্লাবের থিম হলো মনোভূমি ,জীবনের প্রতিমুহূর্তে মানুষ নানান আবেগের মধ্যে দিয়ে যায় । কখন , কি আবেগ সৃষ্টি হবে তা নির্ভর করে চারপাশের পরিবেশের উপরে । মণ্ডপের বিভিন্ন ধাপে এমন পরিবেশ তৈরী হচ্ছে যাতে দর্শকেরা হতাশা ,শান্তি , স্বস্তির মত আবেগ অনুভব করবেন । সব পেরিয়ে স্বপ্নিল পরিবেশ দেবী । স্পষ্ট – অস্পষ্ট ছবি ভেসে উঠবে প্রজেক্টরে জলের উপরে দুর্গার মুখ যার উপরে এসে পড়বে একেকটি জলবিন্দু শেষে রয়েছে দিগন্ত বিস্তৃত বৃষ্টির পরিবেশ ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...