কালীপুজো এবং অমবস্যা

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  প্রতিটি  অমাবস্যা  তিথি কালীপুজো  করার জন্য উপযোগী । তবে বঙ্গদেশে  কার্তিক মাসের  অমাবস্যা  তিথিতে দ্বিপান্বিতা  কালীপুজো  বিশেষ যাক  জমক সহকারে পালিত হয় । এই ছাড়াও  মাঘ  মাসের চতুর্দশী তিথিতে রটন্তী  কালীপূজা  এবং জৈষ্ঠ্য মাসের  ফলহারিণী  কালীপুজো  বিশেষ জনপ্রিয় । এই ছাড়াও  ভাদ্রমাসের কালীপূজা  ওই  পৌষ  মাসের  পৌষ  কালিও  বিশেষ সমাদৃত । অনেক জায়গায়  প্রতি অমাবস্যা  তিথি  ছাড়াও  শনি  ও মঙ্গলবারে কালীপূজা হয়ে থাকে ।