কিমা কড়াইশুঁটি

উপকরণ  : মাংসের কিমা ৫০০ গ্রাম ,কড়াইশুঁটি  ১ কেজি , আদা  ২০০ গ্রাম ,পেঁয়াজ  ৪ টা  কাঁচা  লঙ্কা  ৫-৬ টি  টোম্যাটো  ৪ টি  ,ধনেপাতা  ১ আঁটি , তেল  ২৫০গ্রাম  হলুদ  ও নূন প্রয়োজন  মত । প্রথমে  কিমা  এবং কড়াইশুঁটি সেদ্ধ করুন । এর  পর কড়াতে  পেঁয়াজ  ও আদা  বাটা ,হলুদ ,চিনি ,টোম্যাটো  ও নূন দিয়ে  তেলে ভালো করে কোষে  তাতে কিমা এবং কড়াইশুঁটি দিন  ,এর পর ভালো করে কষিয়ে  ঘন  হলে তা  নামিয়ে লঙ্কার   কুঁচি ,ধনেপাতা ও টমেটো  কুঁচি  দিয়ে পরিবেশন করুন ।