উপকরণ : মাংসের কিমা ৫০০ গ্রাম ,কড়াইশুঁটি ১ কেজি , আদা ২০০ গ্রাম ,পেঁয়াজ ৪ টা কাঁচা লঙ্কা ৫-৬ টি টোম্যাটো ৪ টি ,ধনেপাতা ১ আঁটি , তেল ২৫০গ্রাম হলুদ ও নূন প্রয়োজন মত । প্রথমে কিমা এবং কড়াইশুঁটি সেদ্ধ করুন । এর পর কড়াতে পেঁয়াজ ও আদা বাটা ,হলুদ ,চিনি ,টোম্যাটো ও নূন দিয়ে তেলে ভালো করে কোষে তাতে কিমা এবং কড়াইশুঁটি দিন ,এর পর ভালো করে কষিয়ে ঘন হলে তা নামিয়ে লঙ্কার কুঁচি ,ধনেপাতা ও টমেটো কুঁচি দিয়ে পরিবেশন করুন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...