গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থাকা মহামেডান ,দুই গোল শোধ দিয়ে রুখে দিলো শক্তিশালী চেন্নাই এফসি কে ।সোনা যাচ্ছে বকেয়া টাকা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্লাব কর্তাদের আলোচনা চলছিল বুধবার সেই টাকা পাওয়ার আশ্বাস পাওয়ার পরেই অনুশীলন করেছিলেন তারা ।খেলা শুরু প্রথম অর্ধে ২-০ গোলে পিছিয়ে পরে মহামেডান ,কিন্তু দ্বিতীয় অর্ধে ছবিটা পাল্টে দেন মহামেডানের খেলোয়াড়েরা। গোল করেন মনবীর সিংহ এবং লাল রেম সাঙ্গা ।
রাজ্য
অবশেষে ১৫ মাস পরে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী
গতকাল বিচার ভবনে ,সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক শর্তাধীন জামিন দিলেন জেল বন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে,উল্লেখ্য খাদ্য দুর্নীতি মামলা তে তিনি ১৫ মাস...