কি হয়েছিল ২১ সে ফেব্রুয়ারী ১৯৫২ ঢাকা তে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল ধারাটি  নিহিত রয়েছে ঢাকাতে ১৯৪৭ সালে  নভেম্বর   ডিসেম্বরে  ভাষা  বিক্ষোভের মধ্যে ১৯৪৮ সালে মার্চে  এই নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় তার চরম প্রকার ঘটে ১৯৫২ সালের ২১ সে ফেব্রুয়ারী যখন ঢাকা মেডিকেল কলেজ  থেকে কিছু ছাত্র রা ১৪৪ ধারা অমান্য করে  বেরিয়ে পরে বাংলা ভাষা কে রাষ্ট্র ভাষা করার দাবিতে বিক্ষোভে । তখন তাদের  উপর গুলি চালায় পুলিশ  নিহত হয় অনেক ছাত্র রক্তাত্ব হয়  রাজপথ ।