কুচ কাওয়াজ এবং অন্যান্য অনুষ্ঠান

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  এই দিনটিতে  নৌ  ,সেনা  এবং বিমান বাহিনীর  কুচ কাওয়াজ  দেখার  জন্য দেশ এবং বিদেশের অসংখ্য মানুষ  এবং বিদেশী  রাষ্ট্রনেতারা  ঢাকা  প্যারেড  গ্রাউন্ডে  জড়  হন । বাংলাদেশের স্বাধীনতা  যুদ্ধে যারা শহীদ  হয়েছে তাদের  প্রতি শ্রদ্ধা  নিবেদনের অংশ  হিসাবে  ঢাকার  অদূরে  “সাভারে ” অবস্থিত  জাতীয় স্মৃতি  সৌধে  দেশের রাষ্ট্রপতি ,প্রধান মন্ত্রী ,বিরোধী  দলের নেতা  কর্মী এবং  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ  সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করে থাকেন ।