কুনাল ঘোষের আইনজীবী সারদা মামলার দ্রুত শুনানি নিয়ে আর্জি জানালো বারাসাত কোর্টে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  কুণাল  ঘোষের আইনজীবী অয়ন  চক্রবর্তী  বারাসত আদালতে  সারদা  মামলার দ্রুত শুনানি এবং বিচারের আর্জি  জানিয়েছেন  বিচারকের কাছে । কুনাল ঘোষ  তার ফেসবুক পোস্টে  জানান এটি দীর্ঘ মেয়াদি  প্রক্রিয়া  নয় বলে সওয়াল  করা হয় ।আবেদন করা  হয় এটির দৈনিক শুনানির । তার ই  পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারক ইতিবাচক সারা দিয়ে সরকার পক্ষ  কে সব নথি পত্র তৈরী রাখার নির্দেশ দিয়েছেন ।