গতকাল ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথের পাশে টানানো হলো লম্বা সরু বাঁশের মাথায় হলুদ পতাকা ,মাঝে উদিওমান লাল সূর্য তার নিচে লেখা “জয় গোরাম”। এইটি কুর্মি সম্প্রদায়ের সামাজিক সংগঠনের পতাকা ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন এই বিষয়ে আমার কিছু জানা নেই,কুর্মি সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা কৌশিক মাহাতো বলেন এলাকা তে কুর্মি আন্দোলনের জনজোয়ার শুরু হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...