কুলিক সেতুর হাল খারাপ

রায়গঞ্জের কুলিক সেতুর অবস্থা খুব খারাপ। দুদিকের মাটি বসে গেছে।ভারী যান চলাচল করলেই সেতু কেঁপে উঠছে। রায়গঞ্জের মানুষ সেতুর এই অবস্থা দেখে খুবই চিন্তিত। এছাড়া সেতুটি বড় বড় গর্তে ভরা। অনেক দুর্ঘটনা ঘটলেও  জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় নি। তারা নির্বিকার। এর আগে ১৯৮৮ সালে এই সেতু ভেঙে পড়ে ১০ দিন যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল।