কৃষকদের সঙ্গে কথা বলতে চান মোদি

সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কৃষকদের আন্দোলনের সমস্যা একমাত্র  আলোচনার মাধ্যমে মিটতে পারে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  কৃষকদের আলোচনার টেবিলে  ফিরে আসতে অনুরোধ করেছেন। তিনি বলেন কৃষকদের যে আশংকা ও অভিযোগ রয়েছে তা সরকার মাথা নত  করে করজোড়ে এবং নম্রভাবে আলোচনা করবে তবে কৃষকেরা আন্দোলন প্রত্যাহার করতে চাইছে না বরং  আন্দোলনের তীব্রতা আরো বেড়ে গেছে।