কেন্দ্রীয় সরকার তরুণদের সুযোগ দেওয়ার জন্য তাদের নির্দেশিকা তে কিছু বদল করলো

কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির জন্য সমাজ কল্যাণ মূলক কাজের নিৰ্দেশিকা বদল করলো কেন্দ্রীয় সরকার ।
তার আওতায় আনা হয়েছে পিএম ইন্টার্ন শিপ স্কিম কে এই অর্থবর্ষের জন্য স্বাস্থ্য ও পুষ্টির সাথে ,পিএম ইন্টার্নশিপ কে যোগ করা হয়েছে বলে যান গিয়েছে ।আরো জানা গিয়েছে এই অধীনে ৫ বছরে ১ কোটি তরুণ কে শিক্ষা নবিশীর সুযোগ দেয়া হবে ।