কেন্দ্রীয় বাহিনীকে হুমকি অনুব্রত র

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :বীরভূমের  তৃণমূল  কংগ্রেসের  জেলা  সভাধিপতি   অনুব্রত   মন্ডল  আগামী  ২৯  সে  এপ্রিল  বীরভূম  জেলার  লোকসভা  ভোটে   কেন্দ্রীয়  বাহিনী  নিয়ে  ফের  সরব   হলেন।  বুধবার  তারাপীঠে  দলীয়  কর্মীদের   উদ্দেশ্যে   পরামর্শ  দেন   ”  দরকার  হলে  কেন্দ্রীয়  বাহিনীকে  জেলা  শাসকের  কাছে  নালিশ  জানিয়ে  গ্রেফতার  করিয়ে  দিন ”।  তিনি  তাদের  বলেন  যে  বুথের  ভিতর  কেন্দ্রীয়  বাহিনীর  কোন  এক্তিয়ার  নেই ।  ঘুরিয়ে  প্রিসাইডিং  অফিসার  দের ও  ঠান্ডা  সতর্কবার্তা  দিয়ে  দিলেন  তিনি।