কোচবিহারের পার্কগুলির হাল খারাপ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :২৩ শে  সেপ্টেম্বর থেকে বনদপ্তরের অধীনে থাকা ২২ টি পার্ক খুলবে এবং তার জন্য ব্যবস্থা নেওয়া  হয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষনের  অভাবে অনেক পার্কের  অবস্থা ভালো নয়। ঠিকমতো নজর না দেওয়ায় পার্কগুলি জঙ্গলে  ও আগাছায় ভরে গেছে। স্থানীয়রা পার্কগুলি সুন্দর করে তোলার দাবি জানিয়েছেন। ডি এফ ও  জানান বৃষ্টির জন্য পার্কগুলি জঙ্গলে  ভরে গেছে।  সোমবার মিটিঙের পর সব পার্ক পরিষ্কার করা হবে।