কোচবিহারে অবৈধ পার্কিং

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:কোচবিহার  শহরে আর এন রোডে রাস্তার  ওপর বাইক  সাইকেল থাকে এবং ব্যবসা  চলে ফুটপাথ দখল করে। ফলে পথচারীরা হাঁটছেন জীবনের ঝুঁকি  নিয়ে। দিনের পর দিন অবৈধ পার্কিং নিয়ে মানুষ বিরক্ত ও ক্ষুব্ধ। পার্কিং জোন থাকলেও বহু  লোক সেখানে গাড়ি রাখেন না।কারণ সেখানে গাড়ি রাখতে পয়সা লাগে।  স্থানীয় মানুষের দাবি অবৈধ পার্কিং এর জন্য পুলিশ ও প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া  দরকার।