কোচবিহার পুরসভায় পেনশন অমিল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এখনো অগাস্ট মাসের পেনশন পাননি  কোচবিহার পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। ফলে তারা অর্থসংকটে পড়েছেন।তারা এদিন পুরসভার সামনে বিক্ষোভ আন্দোলন করেন । পেনশনের ৪০ শতাংশ টাকা দেয়  রাজ্য সরকার এবং বাকি ৬০ শতাংশ টাকা দেয়  পুরসভা। বর্তমানে পেনশনারের  সংখ্যা প্রায় ২৫০। পুরসভা সূত্রে জানা যায় করোনার  জন্য  তাদের  আয়  কমে  গেছে। ফলে পেনশন ও অস্থায়ী কর্মীদের বেতন দিতে পারছে না। অর্থ সংকটের জন্য পেনশন দেওয়া যায় নি  তবে  খুব শীঘ্র পেনশন মিটিয়ে দেওয়া  হবে।