কোচ বিহারের সভা থেকে মোদীজি বিঁধলেন মমতা ব্যানার্জিকে

আজকে কোচ বিহারের জনসভা থেকে নরেন্দ্র মোদির মুখে সোনা গেলো সম্প্রীতির সুর ।তিনি পরিষ্কার ভাবে বলেন যে দিদি আপনার ধারণা ছিল সমস্ত মুসলিম রা আপনার সাথেই থাকবে ।কিন্তু তারা আজকে আপনার পাশে নেই ।তাই খেলা আপনারহাতের বাইরে চলে গিয়েছে ।আপনি চালু করেছেন ভাইপো সার্ভিস ট্যাক্স রাজ্যবাসীর জন্য ।আমার দল চায় সবকা সাথে সব কে বিকাশ ,এই ভাবে তিনি কৌশলে বোঝাতে চেয়েছেন রাজ্যের ৭০% হিন্দু একজোট হয়ে ভোট দিলে আপনার কোনো অস্তিস্ত্ব থাকবে না ।