গতকাল ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম তথ্য প্রকাশ করেছে তার থেকে পশ্চিমবঙ্গে শাসক ও বিরোধী শিবির মিলিয়ে বিধায়কদের ৩৪% কোটিপতি ।৯০ জন বিধায়কের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে এবং ৩২% বিধায়ক গুরুতর অপরাধে অভিযুক্ত । প্রথম তিনজন কোটিপতি বিধায়ক হলেন ১)সমীক চক্রবর্তী (তৃণমূল -৪০কোটির মালিক ) ২) জাকির হুসেন -(তৃণমূল -২৮ কোটির মালিক ) ৩)জাভেদ খান – (তৃণমূল -১৭ কোটির মালিক)।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...