খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত বর্ষের মত সুবিশাল দেশে বর্তমানে প্রায় অধিকাংশ রাজ্যেই গনেশ চতুর্থী সমারোহের সাথে পালিত হচ্ছে ।গনেশ পূজা ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসবটি প্রধানত মহারাষ্ট্র , মধ্যেপ্রদেশ , গোয়া গুজরাট, কর্ণাটক , তেলেঙ্গানা ,অন্ধ্র প্রদেশ ও তামিল নাড়ু রাজ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয় । ভারতের বাইরে নেপাল ও শ্রীলঙ্কা তে বিশেষ সমারোহের সাথে এই উৎসব পালিত হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...