ক্যানিং থেকে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী দীপঙ্কর মন্ডল অস্ত্রসহ

Young man in handcuffs

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : বুধবার সকালে  দক্ষিণ ২৪ পরগনার কুখ্যাত  দুষ্কৃতী দীপঙ্কর  মন্ডল  তার বাড়ি  থেকে গ্রেপ্তার হলো  বারুইপুরের  জেলা পুলিশের স্পেশাল অপারেশন  গ্রুপের হাতে । বেআইনি অস্ত্রের কারবার ও নানা  অপরাধ মূলক কাজকর্মের জন্য পুলিশ  তাকে  খুঁজে বেড়াচ্ছিল । তার  বিরুদ্ধে ৫-৬ টি এফআই আর  ও হয় । ভোর  বেলা গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়ি ঘিরে ফেলে পুলিশ  প্রচুর অস্ত্র সস্ত্র সহ দীপঙ্কর কে গ্রেপ্তার করা হয় ।