খাদ্য দ্রব্যের দামের উপরে দ্রুত রাশ টেনে আম-জনতার পাশে দাঁড়াবে কেন্দ্র ।কেন্দ্রের তরফে জানানো হবে
৩৮ টি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের প্রতিদিনের দামের উপর নজরদারি চালাবে তারা ।জানা যাচ্ছে লোকসভা ভোটে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার উপর থাবা বসিয়েছিলো এই মূল্যবৃদ্ধি ।আগামী কয়েকটা বিধানসভা নির্বাচনে যাতে মূল্যবৃদ্ধি মানুষের যায় না লাগে যাতে আনাজ ,চাল ,দল সুজি ব্যাসন ময়দা বেগুন ও ডিম্ ও আরো ১৬ টি দ্রব্যের উপর বিশেষ নজরদারি চলবে ।