খাবারের জন্য রিকশা নিয়ে বাজারে

অন্যান্য  জায়গার মত  ময়নাগুড়িতেও লক ডাউনে শুনশান  বাজার  ও রাস্তাঘাট। কিন্তু তবুও  দূর  দূরান্ত থেকে রিকশা  নিয়ে বাজারে এসে অপেক্ষা করেন রিকশা চালকেরা। রোজগার প্রায়দিন ই  শূন্য থাকে। ভরসা বলতে সাংবাদিকদের  দেওয়া  খাবারের প্যাকেট  অথবা কোনদিন শুকনো খাবার। এই খাবার বাড়ি নিয়ে পরিবারের সঙ্গে ভাগ করে খাওয়া হয়। কত দিন এই ভাবে চলবে তা কেউ জানে না।