“খেলা হবে খেলা হবে” তৃণমূলের এই শ্লোগানের পাল্টা দিলেন প্রধানমন্ত্রী

আজকে বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেন আপনি ১০ বছর ধরে এমন কি খেললেন যে বাংলার কোনো
উন্নয়ন হলো না । আমরা বলছি অবশ্যই “খেলা হবে , উন্নয়নের খেলা হবে ,বেকার দের চাকরি দেবার খেলা হবে , জনজীবনের উন্নয়নের খেলা হবে ,দিদি কে বলি ১০ বছর ধরে বাংলার জনগণ কে নিয়ে খেলেও আপনার শান্তি হয়নি ,আমাকে দেখলেই আপনি রেগে যাচ্ছেন কেন ,১০ বছর আগে আপনার আসল চেহারা জানলে কেউ আপনাকে ক্ষমতায় আনতো না “। তিনি বলেন “বিজেপি চলে স্কীমে আর টিএমসি চলে স্ক্যামে “।