গঙ্গার ঘাটে মাইকের ব্যবস্থা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ভরা  জোয়ার  ও পার্বনের সময় বহু মানুষের সমাগম হয় গঙ্গার ঘাটে । অনেক  সময়ে অসাবধানে  তলিয়ে যান বহু মানুষ । সেই কথা  মাথায়  রেখে  পুলিশের তরফ থেকে বাজে কদমতলা  এবং নিমতলার  মত  গুরুত্বপূর্ণ ঘটে মাইকে  প্রচার  চালানোর ব্যবস্থা  করলো  পুলিশ । পুলিশ  কিয়স্ক  থেকে  ওই প্রচারের  কাজ চালানোর কাজ ও সম্প্রতি শুরু হয়েছে । গঙ্গার  ঘাটে  আসা  মানুষদের সতর্ক করতে প্রচার চালাবে পুলিশ ,এই ছাড়াও দই ঘাটেও  এই ব্যবস্থা চালু করা হবে ।