গঙ্গার ভাঙ্গন মহা দুশ্চিন্তার কারণ

এই শহরে ও জেলা তে নদীর ভাঙ্গন যেই ভাবে বাড়ছে ,তাতে অবিলম্বে ব্যবস্থা না নিলে বড় সর বিপদের আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি এই দিন নিমতলা থেকে কাশিপুর অব্দি গঙ্গার বিভিন্নকলকাতার ঘাট ঘুরে দেখেন এবং তার হাল হকিকত নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় বৈঠক করবেন পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানের সাথে ।