গঙ্গায় বজ্র পদার্থ ও দূষিত জল পড়া নিয়ে কঠোর হচ্ছে রাজ্য সরকার

গঙ্গা ও তার শাখা নদীতে মেশা রাজ্যের একাধিক খাল ও নালা কে চিন্নিত করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ।তাদের রিপোর্টে ২০২২ সালে এই রাজ্যের ১০৪ টি খাল ও নালা কে চিন্নিত করা হয়েছে,যাদের মাধ্যমে দৈনিক ৮৮৭ কোটি লিটার তরল বর্জ্য গঙ্গায় মিশে যাচ্ছে ।ওই সব খাল ও নালার মধ্যে প্রাথমিক ভাবে ১১ টির দূষণ কমাতে পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার ।