গণস্বাক্ষর সংগ্রহ করে উপাচার্যের পদত্যাগ দাবি করলো শান্তিনিকেতনবাসীরা

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চেয়ে  গতকাল ২৭৫ জনের স্বাক্ষরিত আবেদন  ই মেল্  করে পাঠানো হলো বিশ্বভারতীর আচার্য্য  তথা প্রধানমন্ত্রীর কাছে ।একই মেল্ পাঠানো হয়েছে  এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক  তথা  রাষ্ট্রপতি ,রেক্টর তথা রাজ্যপাল ,কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং ইউজিসি চেয়ারম্যানের কাছে ।সাক্ষরকার হিসাবে রয়েছে বর্তমান  এবং প্রাক্তন  কিছু পড়ুয়া সহ  কিছু বাসিন্দা ।